নবী রাসুলের মধ্যে পার্থক্য হচ্ছে ১. আল্লাহ তা আলা প্রেরিত যেসব পয়গম্বরদের উপর নতুন বিধি-বিধান অথবা আসমানী কিতাব নাযিল হয়েছে তাদেরকে রসূল বলে। অন্যদিকে যেসব পয়গম্বরগণ অন্য অন্য পয়গম্বর এর উপর নাযিলকৃত বাণী অথবা বিধি-বিধান প্রচার করতেন তাদেরকে নবী বলে। ২. প্রত্যেক রাসূল নবী কিন্তু প্রত্যেক নবী রসূল না। ৩. নবীর সংখ্যা তুলনামূলক অনেক বেশি অন্যদিকে রাসূলের সংখ্যা তেমন বেশি না তবে কোরআন মাজিদে মোট 25 জন নবী রাসূলের নাম উল্লেখ রয়েছে।
যাদের আল্লাহ পাক নতুন শরিয়ত দিয়ে দুনিয়ায় প্রেরণ করোছেন তারাই রাসুল।অন্যদিকে যাদের তার পুর্ববর্তী রাসুলের শরিয়ত প্রচারের জন্য প্রেরণ করেছেন তারাই নবি। রাসুলের উপর আসমানী কিতাব নাযিল হয়েছে। কিন্তু নবির উপর আসমানী কিতাব নাযিল হয়নি। প্রত্যেক রাসুলই নবি ছিলেন।কিন্তু প্রত্যেক নবি রাসুল ছিলেন না। রাসুলের সংখ্যা তুলনামূলক কম।কিন্তু নবির সংখ্যা তুলনামূলক বেশি।
Md Jalal
নবী রাসুলের মধ্যে পার্থক্য হচ্ছে
১. আল্লাহ তা আলা প্রেরিত যেসব পয়গম্বরদের উপর নতুন বিধি-বিধান অথবা আসমানী কিতাব নাযিল হয়েছে তাদেরকে রসূল বলে। অন্যদিকে যেসব পয়গম্বরগণ অন্য অন্য পয়গম্বর এর উপর নাযিলকৃত বাণী অথবা বিধি-বিধান প্রচার করতেন তাদেরকে নবী বলে।
২. প্রত্যেক রাসূল নবী কিন্তু প্রত্যেক নবী রসূল না।
৩. নবীর সংখ্যা তুলনামূলক অনেক বেশি অন্যদিকে রাসূলের সংখ্যা তেমন বেশি না তবে কোরআন মাজিদে মোট 25 জন নবী রাসূলের নাম উল্লেখ রয়েছে।
যাদের আল্লাহ পাক নতুন শরিয়ত দিয়ে দুনিয়ায় প্রেরণ করোছেন তারাই রাসুল।অন্যদিকে যাদের তার পুর্ববর্তী রাসুলের শরিয়ত প্রচারের জন্য প্রেরণ করেছেন তারাই নবি।
রাসুলের উপর আসমানী কিতাব নাযিল হয়েছে।
কিন্তু নবির উপর আসমানী কিতাব নাযিল হয়নি।
প্রত্যেক রাসুলই নবি ছিলেন।কিন্তু প্রত্যেক নবি রাসুল ছিলেন না।
রাসুলের সংখ্যা তুলনামূলক কম।কিন্তু নবির সংখ্যা তুলনামূলক বেশি।