উদ্দীপকের ছকে উল্লিখিত X ও Y মৌলদুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্বব – যুক্তিসহ বিশ্লেষণ কর।
উদ্দীপকের ছকে উল্লিখিত X ও Y মৌলদুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্বব – যুক্তিসহ বিশ্লেষণ কর।
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Md Jalal
দীপকের X ও Y মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১৭ ও ১১ । অর্থাৎ মৌল দুটি যথাক্রমে সোডিয়াম ও ক্লোরিন ।সোডিয়াম ও ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ১১ ও ১৭ হওয়ায় এদের ইলেকট্রন সংখ্যা হবে যথাক্রমে ১১ ও ১৭ । সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো-
NQ (11) -> 2, 8, 1 এবং CI (17) -> 2,8,7
ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, NQ পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে ১ টি ইলেকট্রন রয়েছে। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ন (Ne) পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারলে এটি স্থিতিশীল হবে। এ জন্য NQ পরমাণু সর্ববহিঃস্থ স্তরের একমাত্র ইলেকট্রন ত্যাগ করে ঋণাত্মক চার্জযুক্ত NQ+ আয়নে পরিণত হয় এবং যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে। অপরদিকে CI পরমাণুর সর্ববহিঃস্থ ৭ টি ইলেকট্রন রয়েছে। স্থিতিশীল অবস্থায় আসার জন্য পরমাণুটির একটি ইলেকট্রন দরকার। তাই এ টি NQ পরমাণুর ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে এবং ঋণাত্মক চার্জযুক্ত CI আয়নে পরিণত হয়। বিপরীত চার্জযুক্ত NQ + ও CI আয়নদ্বয় পরস্পরকে আকার্ষণ করে এবং এভাবে সোড়িয়াম ক্লোরাইড (NQCI) যৌগের সৃষ্টি হয়।
অতএব, উপরে আলোচনা হতে বলা যায় যে সৌডিয়াম ও ক্লোরিন
অর্থাৎ, X ও Y দ্বারা যৌগ গঠন সম্ভব।